বিশেষ প্রতিনিধি, ডেইলি ভোরের সকাল।।
সিনিয়র ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ।।
ঝিনাইদহের কালীগঞ্জে অজ্ঞাত পরিচয় (৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের পিরোজপুর এলাকায় সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থনীয়রা জানান, সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বারোবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুর রহমান বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করছি, গতকাল রাতের কোনো এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।